আমরা আপনার প্রজেক্ট এর পরবর্তী ধাপে অর্থাৎ Construction Website টি তে আপনাদের দেয়া তথ্য ও ছবি আপলোড করবো। কিন্তু তার পুর্বে নিম্নোক্ত বিষয় গুলো সম্পন্ন করতে হবে।
——————————————————————————————————————————————-
১. দয়া করে প্রজেক্ট এর বিল ৪০০০ টাকা নিচের লিঙ্ক এ গিয়ে বিকাশ/রকেট বা নগদ এর মাধ্যমে পরিশোধ করুন এবং আমাদের কনফার্ম করুন।
https://rslsofts.com/shop/?add-to-cart=6958
২। আপনাদের কোম্পানী লোগো শেয়ার করুন (এখন যেটি আছে সেটি যদি ঠিক না থাকে)
৩। হোম পেজ এর স্লাইডার এর জন্য কমপক্ষে ১টি বা ২/৩ টি পরিষ্কার উচ্চ রেজুলেসন এর ছবি শেয়ার করুন। ( হোম পেজ এর প্রথম বড় ছবি গুলো)। যেসব ছবি শেয়ার করেছেন, সেগুলো সবই Under construction অবস্থায় তোলা। আপনাদের প্রজেক্ট কমপ্লিট হয়েছে এরকম কোন সুন্দর ছবি লাগবে এবং সেটি অবশ্যই আড়াআড়ি বা Landscape হতে হবে। মনে রাখবেন, ডিজাইন সুন্দর হওয়ার একটি প্রধান অংশ হচ্ছে সুন্দর ও পরিষ্কার ছবি। অপরিস্কার ছবিতে ওয়েবসাইট এর ডিজাইন নষ্ট হয়ে যাবে।
https://chatkhil.rslsofts.com/ – ধারনা নেয়ার জন্য ডেমো সাইট টি কম্পিউটার থেকে ওপেন করে দেখবেন। (মোবাইলেও দেখতে পারেন, কিন্তু কম্পিউটার থেকে পরিষ্কার ও ডিটেইল ডিজাইন বোঝা যায়।
৪. আপনারা যে সকল সার্ভিস দিয়ে থাকেন, সেগুলোর নাম ও প্রত্যেকটির বিষয়ে কিছু বর্ননা ( যেমনঃ সার্ভিস এর বর্ননা, একটি বা একাধিক ছবি, কিকি সুবিধা থাকবে ওই সার্ভিস এর সাথে ইত্যাদি।)
Sample: https://chatkhil.rslsofts.com/services/design-build-package/ – ধারনা নেয়ার জন্য এই লিঙ্ক এর সার্ভিস এর বর্ননা দেখুন।
5. আপনাদের প্রজেক্ট এর যেসব ছবি শেয়ার করেছেন, সেখানে কোনটি কোন প্রজেক্ট এর তা আমার পক্ষে বোঝা সম্ভব না। তাই ছবিগুলো কোনটি কোন প্রজেক্ট এর তা আলাদা ইমেইল এ অথবা একই ইমেইল এ আলাদা ভাবে ছবিগুলো জিপ করে শেয়ার করতে হবে। এর সাথে প্রত্যেকটি প্রজেক্ট এর নাম+বর্ননা শেয়ার করতে হবে।
ধারনা নেয়ার জন্য নিচের লিঙ্ক এর প্রজেক্ট Description দেখুন।
https://chatkhil.rslsofts.com/projects/
https://chatkhil.rslsofts.com/projects/contemporary-villa/
৬. আপনাদের সার্টিফিকেট গুলোর পরিষ্কার ছবি শেয়ার করুন (যদি ডিসপ্লে করতে চান)। আপনাদের বর্তমান website এ সার্টিফিকেট এর যে ছবিগুলো আছে তা বেশ sub-standard.
৭. আপনাদের Completed Projects number, Employee number শেয়ার করুন। (যদি ডিসপ্লে করতে চান)।
৮. কোম্পানি ঠিকানা শেয়ার করুন। ( Contact no: +1-646-644-7047 And Email: chatkhil251@gmail.com বর্তমান Website থেকে পেয়েছি, কনফার্ম করুন। )
৯. আপনাদের সম্পর্কে আরো বিস্তারিত তথ্য শেয়ার করুন। (Who we are, Our mission, Our Vision, Our Goal, Company History, Certificates, Our Team)
ধারনা নেয়ার জন্য এই লিঙ্ক এ দেখুনঃ https://chatkhil.rslsofts.com/company/about-us-basic/
১০। একটি বা দুটি ব্লগ কন্টেন্ট শেয়ার করুন। (যদি ডিসপ্লে করতে চান)
Blog Sample: https://chatkhil.rslsofts.com/classic-blog/
————————————————————————————————————————————–
শর্ত সমুহঃ
- বিল পরিশোধ করার পর আমরা প্রোজেক্ট এর মূল ডিজাইন শুরু করবো। আপনি কনো কারনে প্রোজেক্ট বাতিল করলে ৫০% অর্থ ফেরত পাবেন। তবে Website কমপ্লিট করে Upload করার পর প্রোজেক্ট বাতিল করা যাবে না। Upload করার পুর্বে সবকিছু চেক করে কনফার্ম করতে হবে।
- উপরোক্ত সকল তথ্য শেয়ার করতে কত দিন লাগবে আমাদের তা জানাবেন।
- কোন তথ্য website এ দেখাতে না চাইলে বা এই মুহূর্তে প্রস্তুত না থাকলে তা ইগ্নর করুন। (তবে তা আমাদের জানান)।
- আপনার কাছ থেকে সবকিছু হাতে পাবার পর পরবর্তী ৩ দিন এর মধ্যে আমরা আপনার website handover/upload করবো।
- Upload করার পুর্বে সবকিছু চেক করে কনফার্ম করতে হবে। কোন ডিজাইন পরিবর্তন / কনটেন্ট আপডেট করার থাকলে পরবর্তী ২ দিন এর মধ্যে জানাতে হবে।
- Website upload করার পর তার নিয়ন্ত্রণ আপনার হাতে দেয়া হবে।
- Upload করার পর কোন ডিজাইন পরিবর্তন / কনটেন্ট আপডেট এর অনুরোধ গ্রহণযোগ্য হবে না।
- Upload করার পর পরবর্তী ১ মাস শুধুমাত্র টেকনিক্যাল সাপোর্ট দেয়া হবে। (যদি প্রয়োজন হয়)